free html site templates



বন্ধুরা,


আমরা সকলেই আমাদের প্রিয় শহর চুঁচুড়া-হুগলীর অনেক ঐতিহ্যশালী বাড়ি দেখেছি যেগুলো স্থাপত্য বা সাংস্কৃতিক ইতিহাসের দিক দিয়ে আমাদের দেশের অমূল্য সম্পদ। আবার এই স্থাপত্যের অনেকগুলোকেই আমরা চোখের সামনে অযত্ন ও অবহেলার শিকার হতে দেখেছি। এর বড় অংশ আজ ভগ্নপ্রায়। তার সঙ্গে সাম্প্রতিক কালে যোগ হয়েছে আগ্রাসী গৃহনির্মাণ শিল্প, যার কবলে পরে আমাদের শহরের ঐতিহ্যের ধ্বংসায়ন বহুলাংশে ত্বরান্বিত হয়েছে। কলকাতা বা পার্শ্ববর্তী চন্দননগরেও আজ হেরিটেজ আন্দোলনের জোয়ার এসেছে। সরকার এবং নাগরিকদের যৌথ উদ্যোগে হেরিটেজ স্থাপত্যগুলোর নথিভুক্তি, তথ্য ও ইতিহাস সংগ্রহ, পুনরুদ্ধার এবং সংরক্ষণ নিয়ে প্রভূত কাজ হচ্ছে। দুঃখের বিষয় যে তুলনায় আমাদের ইতিহাস-সমৃদ্ধ শহর এখনো পিছিয়ে। কিন্তু এ ব্যাপারে বিলম্ব অতি বিপজ্জনক। যে হারে হেরিটেজ স্থাপত্যগুলো লোপ পাচ্ছে ভয় হয় যে আমরা অবশেষে যেদিন উদ্যোগী হবো তখন না দেখি যে রক্ষা করার মতো আর কিছু অবশিষ্ট নেই।
 
তাই সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ, চুঁচুড়া-হুগলীর হেরিটেজ সংরক্ষণের কাজ কি ভাবে শুরু করা যায় সে ব্যাপারে সত্বর তোমাদের মতামত ও পরামর্শ জানাও। চুঁচুড়া-হুগলীর যোগ্য সন্তানরা আজ ছড়িয়ে আছে সর্বক্ষেত্রে। তাই আমরা আশাবাদী যে এই জরুরি উদ্যোগে প্রয়োজনীয় সাহায্য ও পথনির্দেশনা পেতে আমাদের অসুবিধে হবে না।

আমরা সকলের মতামত সংগ্রহ, পরিকল্পনা, প্রকল্পের অগ্রগতি সংবাদ,যোগাযোগ ইত্যাদির জন্যে chinsurah.org ওয়েবসাইট ব্যবহার করবো। যোগাযোগের জন্য chinsurah@bestconferencing.com এ ইমেইল কোরো।

সকলের উৎসাহ ও অংশগ্রহণের জন্য আগাম ধন্যবাদ।